আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘জুলাই সনদ’ ঘোষণা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও ও ‘কফিন মার্চ’-এর কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, একাধিকবার সময় নিয়েও সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি, যা অভ্যুত্থান শহীদদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ৩১ জুলাইয়ের মধ্যে সনদ না পেলে ৩ আগস্ট চূড়ান্ত কর্মসূচি পালিত হবে।
তিনি জানান, ‘কফিন মার্চ’-এ সরকারের প্রত্যেক উপদেষ্টার জন্য প্রতীকী কফিন থাকবে, যা শহীদদের বাবা-মায়েরা বহন করবেন।
সংগঠনের আরেক নেতা আব্দুল্লাহ আল জাবের সংবাদ সম্মেলনে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর লেখা খোলা চিঠি উপস্থাপন করেন। সেখানে বলা হয়, ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রক্তের ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছে। ১৫০০ শহীদ ও আহতদের স্বীকৃতি না দিয়ে সরকার তাদের আত্মত্যাগকে অপমান করছে।
মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে— নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন এবং সামরিক খাতকে আরও শক্তিশালী করতে হবে।
শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।