আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতিসংঘের ঢাকা কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বলেন,‘ন্যায়বিচার মানে শুধু শাস্তি নয়, ন্যায়বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না।’
অধ্যাপক ইউনূস বলেন, গত বছরের জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের জনগণের অধিকার পুনরুদ্ধারের অবিস্মরণীয় অধ্যায়। হাজারো নারী-পুরুষ বিশেষ করে তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের মর্যাদা ও ভবিষ্যৎ রক্ষা করেছে।
জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে পরিকল্পিত সহিংসতায় অন্তত ১,৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে, যা সরাসরি মানবতাবিরোধী অপরাধের শামিল। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধান এসব তথ্যকে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সত্য উন্মোচন শুধু বিচারের জন্য নয়, দেশের ভবিষ্যৎকে শোধরানোর জন্যও অত্যন্ত জরুরি।’
মানবাধিকার সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, গুমের শিকারদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে যোগদান, দণ্ডবিধির সংশোধন এবং জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকায় গঠিত হতে যাওয়া নতুন সহায়তাকারী মিশন সরকারের এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।