আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের বিষয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন এবং ইউনূসের ভাষণ ও ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত বিষয়গুলোর মূল্যায়ন ছাড়াও আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে প্রস্তাবনা এসেছে, তা নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গিও জানানো হবে।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়। একইসঙ্গে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য ও অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে দলের পক্ষ থেকে বিশ্লেষণমূলক প্রতিক্রিয়া জানানো হবে।
দলের নেতারা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, ইউনূসের ভাষণে নির্বাচনের সময়সীমা নির্ধারণ এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দল কী বার্তা দেবে, সেটিই আজকের সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ।