আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর দেশে বিরোধী শক্তি সেই বিপ্লবের চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এই বিপ্লবের মূল ধারক ছিলেন ইসলামী জনতা, যার বীজ শাপলা চত্বর থেকে ২০১৩ সালে রোপিত হয়েছিল এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে তা দৃঢ় রূপ পেয়েছে।
মামুনুল হক বলেন, বছরের পর বছর আমরা ফ্যাসিবাদী অত্যাচার সহ্য করেছি। কারাগারের অন্ধকার কুঠুরিতে বন্দি থেকেও আমরা কোনোভাবে স্বৈরাচারের সঙ্গে আপোষ করিনি। আমাদের কাঙ্ক্ষিত বিজয়েই আমরা ইনশাআল্লাহ একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো। তিনি বর্তমান গণজোয়ারকে উদাহরণ হিসেবে তুলে ধরে উল্লেখ করেন, আগামী বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত, নিপীড়কশূন্য এবং ন্যায় ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র চায়।
এছাড়া তিনি দেশের ভোটাধিকার ও গণভোট সংস্কারের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তি পুনরায় প্রতিষ্ঠা করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-২ আসনের দলের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
সমাবেশে উপস্থিত জনতা ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থ এবং জাতীয় পরিচয় রক্ষার জন্য দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা শান্তিপূর্ণ ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।