আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই গণভোটের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সুযোগ এসেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি জানান, এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে নাগরিক অধিকার চর্চায় দীর্ঘদিনের প্রতিবন্ধকতাগুলো দূর করার পথ তৈরি হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট সেই পরিবর্তনের ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় তরুণ সমাজ যে স্বপ্ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করেছিল, গণভোট সেই স্বপ্ন বাস্তবায়নের একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে সবাইকে গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, এটি শুধু একটি ভোট নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংস্কার, পরিবর্তন এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান জানিয়ে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।