আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এ গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। জুলাই আন্দোলনের যোদ্ধাদের জোরালো দাবি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর কমিশন জরুরি ভিত্তিতে সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফায় পরিবর্তন আনে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এই সংশোধনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, নতুন সংশোধনে জুলাই আন্দোলনের সময় নিহত ও আহতদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তার প্রতিশ্রুতি যুক্ত করা হয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, বাংলাদেশে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার সকল নাগরিকের বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের পুনর্বাসন, মাসিক ভাতা, সুচিকিৎসা এবং শহীদ পরিবারকে আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।
এ সময় দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে উপস্থিত জুলাই যোদ্ধারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে, অনুষ্ঠানের বাইরে আইনি স্বীকৃতি নিশ্চিতের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই আন্দোলনের একাংশ জাতীয় সংসদ ভবনের দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিকেল ৪টায় ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজায়, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে। তবে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না।
জুলাই সনদের সংশোধিত সংস্করণে এখন যুক্ত হয়েছে নতুন এক প্রতিশ্রুতি,
“যারা গণতন্ত্রের জন্য লড়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না।”