
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সব রাজনৈতিক দল প্রায় সবাই ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছে। যারা দুই-এক জন এখনো স্বাক্ষর করেননি, আমি আশা করি তারা ভবিষ্যতে স্বাক্ষর করবেন। দরজা এখনও খোলা আছে।
তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরিত হয়েছে এবং এটি ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ, রক্তদান ও জনগণের আকাঙ্ক্ষার শুরু হলো আজ।
সালাহউদ্দিন দাবি করেন, এই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো গড়তে পারব। রাষ্ট্রের সব বিভাগে ভারসাম্য বজায় থাকবে, কোনো অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কেমন হবে, তা সংবিধানে নির্ধারিত আছে। বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যদি প্রধান উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান, আমরা বসতে প্রস্তুত।





























