আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট থেকে সরে দাঁড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির চরমোনাই পীরের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি জানান, দলটি শুরুতে ২৭০টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাইয়ে দুটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ জন প্রার্থী বহাল রয়েছেন। এসব প্রার্থীকে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকেই প্রার্থিতা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক অবস্থান ও আদর্শগত প্রশ্নে ভিন্নমত তৈরি হওয়ায় জোটগত নির্বাচন থেকে সরে এসে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পথ বেছে নেওয়া হয়েছে।
দলটির এই সিদ্ধান্ত নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।