আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনাল। সামনে সুযোগ—জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শুরুটা ছিল দারুণ বাংলাদেশের। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে আটকে দিয়েছিল টাইগাররা। গ্যালারিতে তখনো আশার আলো—আজই হয়তো ফাইনালে জায়গা করে ইতিহাস গড়বে বাংলাদেশ।
কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতার কারণে গুঁড়িয়ে যায় সেই স্বপ্ন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক ব্যাটারের আসা-যাওয়ায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। স্বাভাবিক ক্রিকেট খেলার বদলে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে হুড়মুড় করে উইকেট হারায় টাইগাররা। ফল—শেষ পর্যন্ত মাত্র ১১ রানে হেরে বিদায় নিতে হলো এশিয়া কাপ থেকে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান আর রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে এক পর্যায়ে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। তবে লোয়ার অর্ডারে মোহাম্মদ হারিস (২৩ বলে ৩১) ও মোহাম্মদ নওয়াজ (১৫ বলে ২৫) ঝড়ো ব্যাটিং করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, রিশাদ ও মেহেদী ২টি করে উইকেট নেন।
কিন্তু ব্যাট হাতে জয়ের পথে এগোতে পারেনি বাংলাদেশ। শুরুতেই টপঅর্ডারের দায়িত্বজ্ঞানহীন শট, মাঝের দিকে এলোমেলো ব্যাটিং আর লোয়ার অর্ডারে ধস—সব মিলিয়ে হাতছাড়া হলো বড় সুযোগ।
অতীতের মতো আবারও বড় ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই কাল হলো বাংলাদেশের। ফলে চতুর্থবারের মতো এশিয়া কাপ ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হলো টাইগারদের।