আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচে খর্বশক্তির হংকং এর বিপক্ষে টসে জিতে বল হাতে মাঠে নামের টাইগাররা, মাত্র সাত রানের মাথায় তাসকিনের বলে উইকেট কিপার লিটনকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ে হংকং দলের ওপেনার রাথ, এরপর বাংলাদেশ দলের দলের জন্য বিপদজনক হয়ে ওঠা হায়াতকে ক্লিন বোল্ড করে সাজঘরে ফিরান তানজিম সাকিব। শেষ খবর পাওয়া পর্যন্ত হংকং দলের সংগ্ৰহ ২ উইকেট হারিয়ে ২৪ রান