আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: তাসকিন আহমেদের আগুনে গতির সামনে দাঁড়াতেই পারল না নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে সফরকারীদের চাপে ফেলে দেন এই বাংলাদেশি পেসার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাচরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানেই থামতে হয়েছে তাদের ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতে শরিফুল ইসলামকে টানা তিনটি চার ও মেহেদী হাসানকে এক ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরু করেছিলেন ম্যাক্স ও’ডোড। তবে তাসকিনের গতি সামলাতে না পেরে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (১৫ বলে ২৩ রান)। অন্য ওপেনার বিক্রমজিত সিং (৪) তাকেও ফেরান তাসকিন, ইমনের হাতে ক্যাচে।
৩৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারানোর পর স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানুরু মিলে চেষ্টা করেছিলেন ইনিংস গড়ার। তবে দশম ওভারে বল হাতে ম্যাজিক দেখান সাইফ হাসান। তিনি এক ওভারেই ফেরান এডওয়ার্ডস (১২) ও নিদামানুরু (২৬)-কে।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নেদারল্যান্ডস। সাইফ নিজের স্পেলে আরও দুই উইকেট নিয়ে শেষ করেন ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট। অন্যদিকে শুরুতে আঘাত হানা তাসকিনও ঝুলিতে ভরেছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও মোস্তাফিজ।
ডাচরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয়।