আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করে হওয়া ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবং এর পেছনে দেশ-বিদেশে পালিয়ে থাকা নেতারা অর্থায়ন করছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম বুধবার সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার হওয়া অধিকাংশই ঢাকার বাইরের জেলা থেকে আসা ভাড়াটে কর্মী। তাদের বিভিন্ন হোটেল, ফাঁকা ফ্ল্যাট ও মোটেলে রাখা হচ্ছিল। গ্রেপ্তারদের মধ্যে ৫০ জনকে ডিবি পুলিশ, ২৭ জনকে সিটিটিসি, ১০০ জনকে তেজগাঁও বিভাগ, ৫৫ জনকে রমনা বিভাগ, ৫ জনকে গুলশান বিভাগ, ৪ জনকে মিরপুর বিভাগ এবং ৩ জনকে উত্তরা বিভাগ গ্রেপ্তার করেছে। বেশিরভাগ আসামি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে ঢাকায় এসেছিল বলে জানা গেছে।
তিনি আরও জানান, শুরুতে ফাঁকা রাস্তায় ভোরবেলায় মিছিল করলেও বর্তমানে সকাল-বিকেল প্রকাশ্য সড়কেই মিছিল করছে তারা। বাইরে থেকে অর্থায়নের কারণেই এ সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মিছিল থেকে উদ্ধার হওয়া ককটেলগুলোতেও কোনো বিস্ফোরক নেই, দেশলাইয়ের সালফার, পাথর ও সাইকেলের বল ব্যবহার করে কেবল শব্দ ও ধোঁয়া তৈরি করে আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো বানানো হয়েছিল।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি রাজধানীতে অনেক ফ্ল্যাট ও আবাসিক ভবনে অপরিচিত মানুষ আশ্রয় নিচ্ছে জানিয়ে সাধারণ নাগরিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। সন্দেহ হলে পুলিশকে জানাতে অনুরোধ জানিয়ে তিনি আশ্বাস দেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।