আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: টানা দুই দফা বাড়ার পর শেষ পর্যন্ত সোনার দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দাম সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশের বাজারে এই দামই কার্যকর রয়েছে।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী,
২২ ক্যারেট প্রতি ভরি সোনা: ২,১১,০৯৫ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি সোনা: ২,০১,৪৯৬ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি সোনা: ১,৭২,৭০৯ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১,৪৩,৬৮৯ টাকা
বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যে সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে ১ ডিসেম্বর সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি মূল্য ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা করা হয়েছিল; যা কার্যকর ছিল মাত্র একদিন।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম মোট ৮৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৬ বার বেড়েছে, আর ২৭ বার কমেছে।
২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার।