
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার প্রথমবার দাম বাড়ানো হয়, এরপর মঙ্গলবার আরও একটি ধাপ বৃদ্ধি পায়। এই দুই দফায় সর্বমোট ৫ হাজার ৫৫২ টাকা বৃদ্ধি পেয়েছে।
নতুন হিসাব অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি দাম হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরিতে কিছু পার্থক্য থাকতে পারে।
এছাড়া রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।






























