আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজ দিনভর টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত হবে নানা প্রতিযোগিতার খেলা। ক্রিকেট থেকে ফুটবল সব মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ জমজমাট সূচি।
ক্রিকেট
এশিয়া কাপ ২০২৫ (সুপার ফোর) : রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।
নারী ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ :
সকাল ১০টায় ভারত এ বনাম নিউজিল্যান্ড
বেলা ৩টা ৩০ মিনিটে ভারত বনাম ইংল্যান্ড
একই সময়ে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
আরেক ম্যাচে বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (স্টার স্পোর্টস, নাগরিক টিভি, টি স্পোর্টস)
ফুটবল
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ : দুপুর ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান এবং রাত ৮টায় ভারত-নেপাল (ইউটিউবে লাইভ)।
ইউরোপা লিগ : রাত ১টায় একসাথে মাঠে গড়াবে সালজবুর্গ-পোর্তো, স্টুটগার্ট-সেল্টা ভিগো ও উট্রেখট-অলিম্পিক লিঁওর ম্যাচ (সনি টেন চ্যানেলে)।
লা লিগা : রাত ১১টা ৩০ মিনিটে ওসাসুনা-এলচে এবং রাত ১টা ৩০ মিনিটে রিয়াল ওভিয়েদো-বার্সেলোনা (ফ্যানকোড, বেট৩৬৫)।
কোপা ইতালিয়া : রাত ১০টা ৩০ মিনিটে জেনোয়া-এম্পোলি, রাত ১টায় তুরিনো-পিসা (ড্যাজন ইন্টারন্যাশনাল)।
সৌদি প্রো লিগ : রাত ১২টায় আল হিলাল বনাম আল আখদুদ (ফ্যানকোড)।