আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্না। বুধবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি ক্ষমা চান। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে উপস্থিত না থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভিডিও প্রকাশের কারণে আদালত তার প্রতি অসন্তোষ প্রকাশ করে দ্রুত হাজিরের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনা অনুযায়ী তিনি আদালতে এসে ক্ষমা চান।
গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের কয়েক দিন পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিও বার্তা প্রকাশ করে জানান, এই মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না।
ভিডিও বার্তায় তিনি বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।” তিনি আরও জানান, নিয়োগ পেলেও তখনো তার হাতে কোনো আনুষ্ঠানিক কাগজ পৌঁছায়নি। কাগজ হাতে পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন।
শেখ হাসিনার মামলায় লড়াই থেকে সরে দাঁড়ালেও অন্যান্য আইনি কার্যক্রমে সক্রিয় থাকবেন বলে তিনি আদালতকে জানান। বিশেষ করে তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের মামলায় তিনি আইনি সহায়তা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন।
এদিকে, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী বিচারক ও বিচারপদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা ১৮টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে অপসারণ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী।