
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়ায় একটি স্বর্ণের দোকানে রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ১০ লাখ টাকার সোনা ও রুপা লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে চোররা একটি ট্রাক নিয়ে আগৈলঝাড়ার বাশাইল বাজারের ‘বিশ্বজিৎ জুয়েলার্স’-এর তালা ভাঙে এবং দোকানে প্রবেশ করে। সেখানে থাকা প্রায় দুই ভরি সোনা ও রুপা চুরি করে নিয়ে যায়।
পরের দিন সোমবার সকালে দোকান মালিক বিল্পব মল্লিক দোকান খোলার সময় এলোমেলো অবস্থায় জিনিসপত্র দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।



























