আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের অ Oslo-তে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টায় নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
নরওজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, এই বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান।
মাচাদোকে এই পুরস্কার দেওয়ার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদানের অবদান। নরওজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের মনোনীত তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন। তবে কমিটি জানায়, তিনি যথেষ্ট মানবিক বা শান্তিপ্রতিষ্ঠার কার্যক্রমে অবদান রাখতে পারেননি বলে এবার পুরস্কার জেতার সুযোগ হয়নি।
নোবেল কমিটি আরও জানিয়েছে, মাচাদোর উদাহরণ বিশ্বকে শক্তিশালী বার্তা দিচ্ছে যে শান্তি ও মানবাধিকার রক্ষায় প্রতিটি সাধারণ নাগরিক, রাজনীতিবিদ ও মানবিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত ১১১ ব্যক্তি ও ৩১টি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯২ জন পুরুষ ও ১৯ জন নারী। সবচেয়ে কম বয়সে বিজয়ী হয়েছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। তিনি ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে এই পুরস্কার জিতেছিলেন।
সূত্র: রয়টার্স