আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। ওয়াশিংটন ডিসিভিত্তিক ফেডারেল সার্কিট আপিল আদালত ৭-৪ ভোটে এ রায় ঘোষণা করে জানায়, ট্রাম্পের আরোপিত পারস্পরিক শুল্ক এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক উভয়ই আইনের সঙ্গে সাংঘর্ষিক।
রায়ের পক্ষে থাকা ৭ বিচারপতির মধ্যে ৬ জন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। অন্যদিকে রায়ের বিপক্ষে মত দেন দুই ডেমোক্র্যাট ও দুই রিপাবলিকান সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারপতি। তবে আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের আরোপিত স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্কে প্রভাব ফেলবে না।
প্রসঙ্গত, হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প শুল্কনীতিকে তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বাণিজ্য অংশীদারদের ওপর চাপ সৃষ্টি ও চুক্তি পুনঃআলোচনায় বাধ্য করতে তিনি শুল্ককে বারবার কাজে লাগান। যদিও এতে প্রশাসন কিছু ক্ষেত্রে সুবিধা পেলেও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে।
রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ক্ষোভ প্রকাশ করে লেখেন, আদালতের সিদ্ধান্ত ‘চরম পক্ষপাতদুষ্ট’। তিনি সতর্ক করে বলেন, এসব শুল্ক উঠে গেলে যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে। তবে তিনি আশা করেন, সর্বোচ্চ আদালতে আপিল করলে এই রায় বাতিল হবে।
সূত্র: রয়টার্স