আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক প্রসূতির শরীরে অস্ত্রোপচারের সময় গজ ও প্যাড রেখে সেলাই করার অভিযোগ উঠেছে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ভুক্তভোগী সাথী আক্তার ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুরের আবুজর গিফারীর স্ত্রী। গত ২৫ জুলাই গভীর রাতে প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাভাবিকভাবে সন্তান জন্ম নিলেও সামান্য অস্ত্রোপচারের সময় তার শরীরে ভুলবশত গজ ও একটি প্যাড থেকে যায়।
ব্যথায় আবার ভর্তি
রিলিজ পাওয়ার কিছুদিন পর, গত ১৭ আগস্ট সাথী আক্তার তীব্র ব্যথায় আক্রান্ত হলে ফের হাসপাতালে ভর্তি হন। তবে নার্সদের অবহেলার কারণে দ্রুত চিকিৎসা না পেয়ে অবস্থা আরও খারাপের দিকে যায় বলে অভিযোগ পরিবারের। অবশেষে অন্য চিকিৎসক ডা. জিন্নাত পারভীনের তত্ত্বাবধানে পরীক্ষার সময় তার শরীর থেকে একটি সম্পূর্ণ প্যাড বের করা হয়।
স্বজনদের অভিযোগ
রোগীর স্বামী আবুজর গিফারী বলেন, “নার্স ও চিকিৎসকদের অবহেলার কারণে আমার স্ত্রীর জীবন হুমকির মুখে পড়েছিল। যদি প্যাড আরও কিছুদিন ভেতরে থাকতো, তাহলে তার জীবন রক্ষা সম্ভব হতো না। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্য দায়ীদের শাস্তি চাই।”
তদন্তের আশ্বাস
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
cgt