
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয় লাভ করেছেন।
ভোটের ফলাফলের ভিত্তিতে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪,২৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৫৫৮ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ধাপে ধাপে ১৮টি হলের ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিটি হলে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। সুফিয়া কামাল হলে সাদিক কায়েম একাই পেয়েছেন ১,২৭০ ভোট, রোকেয়া হলে সর্বোচ্চ ১,৪৭২ ভোট এবং বিজয় একাত্তর হলে প্রায় এক হাজার ভোট পান। জিএস পদে ফরহাদও একাধিক হলে বিপুল ভোটে এগিয়ে ছিলেন।
অন্যদিকে, জগন্নাথ হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সর্বোচ্চ ১,২৭৬ ভোট পান। তবু সামগ্রিক ফলাফলে শিবির সমর্থিত জোটই এগিয়ে যায়।
এই নির্বাচনের মধ্য দিয়ে ডাকসুতে প্রথমবারের মতো শিবির সমর্থিত প্যানেল ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছে। শিক্ষার্থীরা এটিকে নতুন ইতিহাসের সৃষ্টি হিসেবে দেখছেন।




























