আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম জয়ী হয়েছেন। জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। ডাকসু নির্বাচনে শিবিরের জন্য নতুন ইতিহাস রচিত হলো।
ফলাফলে দেখা গেছে, ১৮ হলের মোট ভোটের ভিত্তিতে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন। শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।