আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দুপুর ১টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে শেষ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, শারীরিক শিক্ষা কেন্দ্রের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে মোট ১ হাজার ৯৬৩ ভোটের মধ্যে ১ হাজার ২৫৬ জন ভোট দিয়েছেন। একই সময়ে সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৫ ভোটের মধ্যে ৩৫৫ ভোট কাস্ট হয়েছে। এছাড়া জগন্নাথ হলে মোট ২ হাজার ২২৫ ভোটের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ ভোট কাস্ট হয়েছে বলে জানানো হয়।
ভোটার উপস্থিতি তুলনামূলক সন্তোষজনক ছিল বলে দাবি করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হলে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ, প্রতিটি ভোটারকে আজ মোট ৪১টি পদে ভোট দিতে হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা শেষ হলে ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হবে।