আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
চরমোনাই পীর বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। তাই আমরা চাই, ডাকসু নির্বাচন একটি মডেল হিসেবে দাঁড়াক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি আহ্বান জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে যা যা প্রয়োজন, তা গ্রহণ করতে। প্রশাসনকে তিনি শক্ত হাতে পরিচালনার পরামর্শ দিয়েছেন এবং গোয়েন্দা তথ্যকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।
মুফতি রেজাউল করীম বলেন, সম্প্রতি রাজবাড়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারীতে প্রশাসনের ভূমিকা দেখার পর আশংকা রয়েছে। তিনি বলেন, প্রশাসনকে উচিত অঘটন ঘটার আগেই প্রতিরোধ করা, কারণ ঘটনার পর হম্বিতম্বি করার কোনো ফল নেই।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে মূল ফোকাস হওয়া উচিত পড়াশোনা ও গবেষণা। সেই প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাবাদী।
মুফতি রেজাউল করীম শেষ করেছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল রয়েছে ডাকসু নির্বাচনে এবং শিক্ষার্থীদের তিনি ভোট প্রদানের আহ্বান জানান।