আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আজ রাতের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, কিছু কেন্দ্রের গণনা শেষ হয়েছে, কিছু কিছু কেন্দ্রে এখনও চলছে। ভোট গণনা ওএমআর মেশিনে করা হচ্ছে। ডাকসুর ব্যালটের পাঁচটি পাতা আলাদা করে মেশিনে দেওয়া হচ্ছে, এজন্য কিছুটা সময় লাগছে।
নির্বাচনে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে কারচুপির অভিযোগ উঠেছে। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হয়েছে, এবং ভোটাররা ডাকসুর ২৮টি পদ ও হল সংসদের ১৩টি পদে ভোট দিয়েছেন।