
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটাল আপিল বিভাগ। বুধবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।
আদালতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির এবং জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী। জানা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত ৩১ আগস্ট একটি রিট দায়ের করা হয়। এরপর ১ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন স্থগিত করে ৩০ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করে এবং চেম্বার আদালতও তাৎক্ষণিকভাবে হাইকোর্টের রায় স্থগিত রেখে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায়।
আজকের আপিল বিভাগের রায়ে সেই জটিলতার অবসান হলো। ফলে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ এখন সম্পূর্ণ উন্মুক্ত। এদিকে শিক্ষাঙ্গনে এখন একটাই আলোচ্য বিষয়—নাটকীয় এই আইনি অধ্যায়ের পর নির্বাচনে আসলে কী ঘটতে যাচ্ছে এবং কারা শিক্ষার্থীদের ভোটের আস্থা অর্জন করতে পারবে।




























