আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে বিক্ষোভ করেছে ছাত্রদল সমর্থিত একটি প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে বলেন, এটি এখন হাসিনা ফ্যাসিস্ট সরকারের নির্বাচনের চেয়েও বেশি কারচুপির দিকে ঝুঁকছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে শুরু হওয়া মিছিল টিএসসি দিয়ে ভিসি চত্বর পর্যন্ত পৌঁছায়। এসময় বিক্ষোভকারীরা ‘কারচুপির নির্বাচন, মানি না মানব না’, ‘নির্বাচন না প্রহসন, প্রহসন-প্রহসন’ ইত্যাদি স্লোগান দেন।
আবিদুল ইসলাম খান বলেন, “এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে আমরা নির্বাচনে সুষ্ঠু ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করতে সকল প্রচেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় শিক্ষার্থীরা নিয়মিতভাবে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত থাকে। তবে এবারের নির্বাচনে ভোট চুরির অভিযোগ এবং বিক্ষোভের কারণে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।