আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। জাতিসংঘ সফরে কিছু দলের প্রতি বিশেষ মনোযোগ দেখানো হয়েছে, অন্যদের উপেক্ষা করা হয়েছে। তিনি স্বেচ্ছাচারী ও নিরপেক্ষ নন। নোবেল পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় কার্যকরী ভূমিকা রাখেননি।
মুফতি ফয়জুল করিম আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জরিপ প্রতিষ্ঠানগুলোও মানুষের প্রকৃত ভোটের চিত্র প্রকাশ করছে না। তারা নিজেদের স্বার্থ অনুযায়ী ফলাফল দেখাচ্ছে।
সমাবেশে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য হলো দেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে আলেম সমাজ রাষ্ট্রক্ষমতায় আসলে মানুষ দুর্নীতিমুক্ত, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত হবে।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে ভোট গ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের খেলাফত মজলিস প্রার্থী শাহ আকরাম আলী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।