
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আগামী ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবল। এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। স্বাগতিক দল হিসেবে খেলবে বাংলাদেশ।
এই প্রতিযোগিতা আয়োজন করছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল)। আয়োজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, বাংলাদেশের দল গঠন করা হবে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে।
ব্রাজিল ও আর্জেন্টিনার দলেও মাঠে দেখা যাবে তাদের দেশের সাবেক ফুটবল কিংবদন্তিদের। বিশেষ করে ব্রাজিলের কিংবদন্তি কাফু বাংলাদেশে খেলবেন। কাফু তার অসাধারণ পাসিং এবং অবিশ্বাস্য গোলের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
শুধু কাফুই নয়, দুই দলের সাবেক ফুটবলাররা তাদের দেশের জার্সি পরে মাঠে নামবেন, যা ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তুলবে। আর্জেন্টিনা, ব্রাজিল এবং বাংলাদেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এই দলের অংশগ্রহণ অনুমোদন দিয়েছে।
টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। সুপার কাপের জন্য ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকা জাতীয় স্টেডিয়াম বরাদ্দ রাখা হয়েছে।




























