আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। এরপর সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জুলাইয়ের চেতনার প্রতীক ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় এই যোদ্ধাকে শেষবারের মতো গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানায়, বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
উল্লেখ্য, আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চব্বিশের গণঅভ্যুত্থানের পর স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন।
তার মৃত্যুর খবর জাতির উদ্দেশে ভাষণে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি একে জাতির জন্য হৃদয়বিদারক ক্ষতি বলে উল্লেখ করেন।
হাদির ইন্তেকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সরকার রাষ্ট্রীয়ভাবে দোয়া ও শোক কর্মসূচি পালনের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।