
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজধানীতে একের পর এক ঝটিকা মিছিল করছে। হঠাৎ করে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মিছিল বের করায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে গোয়েন্দা সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে হাজারখানেক নেতাকর্মী ঝটিকা মিছিল করে। আকস্মিক এই মিছিলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। সকালে একই এলাকায় আরেকটি মিছিল ঠেকানো হলেও দুপুরে এত বড় জমায়েত রোধ করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা অভিযোগ করেন, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে নিষিদ্ধ ঘোষিত দলের এত নেতা-কর্মী প্রকাশ্যে মিছিল করতে পারে, এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগেও রাজধানীর ধানমন্ডি, বনানী ও গুলিস্তানে আকস্মিক মিছিল করেছে আওয়ামী লীগের কর্মীরা। পুলিশি নজরদারি বাড়লেও মিছিল থামানো যাচ্ছে না বলে অভিযোগ উঠছে।
এদিকে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানিয়েছে, পাভেল শুধু মিছিল আয়োজন নয়, বরং নাশকতার জন্য অর্থ যোগানও দিচ্ছিলেন। গ্রেপ্তার অন্যরা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা-কর্মী।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—
নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল (৫০)
পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন অভি (২৯)
বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক একেএম খোরশেদ আলম (৬৫)
বাউফল যুবলীগ নেতা আনিসুর রহমান হাওলাদার (৪৩)
বংশাল থানা আওয়ামী লীগের দেলোয়ার হোসেন বাবলু (৬১)
উত্তরা পূর্ব থানা যুবলীগ নেতা আল মামুন ভূঁইয়া (২৯)
যুবলীগ কেন্দ্রীয় কমিটির কায়কোবাদ ওসমানী (৫৩)
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (৬০)
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) শাহাদাত হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো মিছিল ও নাশকতা রুখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিকল্পিত অনেক নাশকতা ইতোমধ্যেই ভণ্ডুল করা হয়েছে। মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক মিছিল হওয়ায় সাধারণ মানুষের মনে শঙ্কা রয়ে গেছে।




























