আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সম্প্রতি রাজধানীতে একের পর এক ঝটিকা মিছিল করছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও নাবিস্কো এলাকায় অনুষ্ঠিত মিছিলে হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। আকস্মিক এ জমায়েতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে নিষিদ্ধ দলের এতো বড় সমাবেশ ঘটছে, অথচ গোয়েন্দা সংস্থাগুলো আগাম কোনো তথ্য পাচ্ছে না।
পুলিশ জানায়, জুমার নামাজের পর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল হয়। সকালে একই এলাকায় অন্য একটি মিছিল ঠেকানো হলেও দুপুরে বড় জমায়েত রোধ করা যায়নি। ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া ধানমন্ডি ও অন্যান্য এলাকাতেও একই ধরনের মিছিলের খবর পাওয়া গেছে।
গত কয়েক সপ্তাহে রাজধানীর বনানী, ধানমন্ডি ও গুলিস্তান এলাকাতেও আওয়ামী লীগের হঠাৎ মিছিল দেখা গেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দিন দিন এসব মিছিলের পরিধি বাড়ছে, অথচ কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন গণমাধ্যমকে জানান, সকালে একটি মিছিল ঠেকানো হলেও দুপুরে আবারও নাবিস্কো এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জমায়েত হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।