আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ঢাকা আবাহনী লিমিটেডের এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাইপর্বের যাত্রা হতাশার মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ক্লাব।
প্রথমার্ধে সমানতালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে আবাহনী। বিরতির পরপরই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা।
খেলা শুরুর পর থেকেই মুরাস ইউনাইটেড আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। ম্যাচের মাত্র ৬ মিনিটেই তারা প্রথম গোলের সুযোগ পায়, তবে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমার চমৎকার সেভে দলকে রক্ষা করেন। তিন মিনিট পর আবারও কডজো চাবেলের শট ঠেকিয়ে দেন মিতুল।
১২ মিনিটে মুরাসের ইগর ইগুলভের জোরালো শটও মিতুলের দৃঢ় হাতে থেমে যায়। ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে আবাহনী। ১৮ মিনিটে ডিয়াবাতে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, যা দেখে দর্শকরা হতাশা প্রকাশ করেন।
৩২ মিনিটে ডিয়াবাতের পাস থেকে ইব্রাহিমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪২ মিনিটে বক্সের ভেতর থেকে মরসালিনের নেওয়া শটও উপরে চলে যায়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুরাস গোল পেয়ে যায়। ৪৭ মিনিটে আন্দ্রে বাতসুলার নিখুঁত ক্রসে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে হেডে বল জালে পাঠান জুমাসেভ।
৫২ মিনিটে মুরাসের ইগুলভের শট বার ঘেঁষে বাইরে চলে গেলে কিছুটা স্বস্তি পায় আবাহনী। ৭২ মিনিটে ডিয়াবাতের পাস থেকে মরসালিন গোলের সুবর্ণ সুযোগ পান, কিন্তু সঠিকভাবে শট নিতে ব্যর্থ হন।
ইনজুরি টাইমে এসে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় মুরাস ইউনাইটেড। ডিফেন্ডারদের দুর্বল ক্লিয়ারেন্স কেড়ে নিয়ে বল জুমাসেভের পায়ে পড়ে যায়। তিনি ড্রিবল করে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন, নিজের দ্বিতীয় এবং দলের নিশ্চিত জয়সূচক গোলটি করেন।
ঘরের মাঠে এমন পরাজয় আবাহনীর জন্য বড় ধাক্কা। সুযোগ তৈরি করেও গোল করতে না পারায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে, মুরাস ইউনাইটেড দারুণ জয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে এবং টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস অর্জন করেছে।