আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শাহবাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং আজ বন্ধ থাকবে। এই সময়ে এই রুটগুলোর মাধ্যমে যানবাহন চলাচল সীমিত করা হবে। তবে জরুরি সেবা, অ্যাম্বুলেন্স এবং অন্য জরুরি যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।
নির্বাচনের আগের রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ দেখা গিয়েছে। ছাত্ররা আবাসিক হল থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচনের পূর্বানুমান ও পরিবেশ দেখছেন। শহীদুল্লাহ হল, টিএসসি পায়রা চত্বর এবং রাজু ভাস্কর্যের আশপাশে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
নির্বাচন কেন্দ্রগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ভোট গ্রহণের জন্য ক্যাম্পাসে ৮টি কেন্দ্রে মোট ৪২,৭০৫ জন ভোটার রয়েছেন। এই কেন্দ্রে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন। বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনের সময় যানজট ও সমস্যার সৃষ্টি না হয়।
ঢাকা মহানগর পুলিশ সকল গাড়ি চালক ও সাধারণ মানুষকে অনুরোধ করেছে, বন্ধ সড়ক এবং ক্যাম্পাসের আশপাশের এলাকা এড়িয়ে চলাচল করার জন্য, যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।
নির্বাচনের দিন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চলমান ডাইভারশন এবং বন্ধ সড়কের বিষয়টি জনগণকে আগে থেকেই জানানো হয়েছে।