আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।
কীভাবে দুর্ঘটনা ঘটল
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, দ্রুতগতিতে চলন্ত প্রাইভেটকারটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এরপর গাড়িটি উল্টে গিয়ে দু’জন ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
cgt