আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার রাত ঘনাতেই আওয়ামী লীগের কিছু লোক মশাল নিয়ে রাস্তায় নেমে পড়ে। নির্বাচনী উত্তাপের মধ্যে হঠাৎ এই মশাল মিছিল নজর কাড়ে পথচারীদেরও।
চোখের পলকেই পরিস্থিতির মোড় ঘুরে যায়। এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বিরোধী দলের কর্মীরা পাল্টা স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দেয়। মুহূর্তের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজনার মাত্রা বাড়তে থাকায় মশাল হাতে থাকা আওয়ামী লীগ কর্মীরা দ্রুত সরে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা ফাঁকা হয়ে যায়।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তফসিল ঘোষণার পর যেকোনো ধরনের উত্তেজনাকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তারা। স্থানীয়রা জানান, আকস্মিক মশাল মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সকল দলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।