আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার গভীর রাতে দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে। কম্পনের ফলে রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের বেশ গভীরে। এ কারণে কম্পন বিস্তৃত এলাকায় অনুভূত হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল। কিছু এলাকায় গ্যাস ও পানির লাইনে সামান্য সমস্যার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের প্রভাবে ইয়িলান অঞ্চলের কয়েক হাজার বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটির শিল্পখাতও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি এলাকায় কিছু প্রতিষ্ঠানে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ আবার শুরু হয়।
আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাঝারি মাত্রার আফটারশক অনুভূত হতে পারে। সে কারণে জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট এক বার্তায় জানান, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো প্রস্তুত আছে। তিনি নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি সম্ভাব্য পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক থাকতে বলেন।
উল্লেখ্য, ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে তাইওয়ান দীর্ঘদিন ধরেই ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সূত্র: Reuters