
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেওয়া বিশেষ নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক বয়স্ক ও অসুস্থ প্রবাসী বিমানবন্দর এলাকা থেকে স্যুটকেস ঠেলে ঠেলে রাস্তায় হাঁটছেন।
প্রবাসী ওই ব্যক্তি দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরলেও বিমানবন্দর থেকে বের হয়ে পরিবারকে খুঁজে পাচ্ছিলেন না। নিরাপত্তাজনিত কারণে কোনো যানবাহন বিমানবন্দরের কাছে যেতে না পারায় তাকে রিসিভ করতে আসা স্বজনরাও নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেননি। ফলে বিমান থেকে নামার পর সম্পূর্ণ একা পড়ে যান তিনি।
ভিডিওতে দেখা যায়, প্রবাসীর সঙ্গে একাধিক ভারী লাগেজ থাকলেও আশপাশে কোনো সহায়তা নেই। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিদেশ থেকে সদ্য ফেরা হওয়ায় তার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স বা ইন্টারনেট সংযোগ ছিল না, ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও পারছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে তিনি বিমানবন্দরের আশপাশে ঘোরাফেরা করলেও কোনো গাড়ি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে লাগেজ ঠেলে ঠেলে রাস্তা ধরে এগোতে দেখা যায় তাকে, পরিবারকে খুঁজে পাওয়ার আশায়।
এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের, বিশেষ করে প্রবাসীদের এমন দুর্ভোগ কতটা যৌক্তিক। প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার হলেও দেশে ফিরেই যদি এভাবে অসহায় অবস্থার মুখে পড়তে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক বলেই মত দিয়েছেন সচেতন নাগরিকরা।
ঘটনাটি আবারও দেখিয়ে দিল, বড় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সময় সাধারণ যাত্রী ও প্রবাসীদের জন্য আলাদা মানবিক ব্যবস্থা নিশ্চিত করা কতটা জরুরি।



























