আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বগুড়ার শিবগঞ্জে ছাত্র–জনতার সমাবেশে বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশের জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রস্তুত এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বৈরশাসনের অন্ধকার থেকে মুক্তি পাবে। রোববার বিকেলে শিবগঞ্জের মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
সমাবেশস্থলে পৌঁছালে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল ও মোটরসাইকেল বহরে হাজারো নেতাকর্মী স্লোগান ও ব্যানার নিয়ে স্নিগ্ধকে বরণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক তরুণ–যুবক।
বক্তব্যে মীর স্নিগ্ধ বলেন, এই ভূমি ইতিহাসের সাক্ষী। এখানে দাঁড়িয়ে আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুবসমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। দেশের জনগণ শান্তি, ন্যায়বিচার ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ চায়। আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি।
তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক ভিন্নমত দমাতে বহু নেতাকর্মী হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। স্নিগ্ধ বলেন, গণতন্ত্র কেড়ে নেওয়া হলে অর্থনীতি স্থবির হয়, ন্যায়বিচার হারিয়ে যায়, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। তাই এই সংগ্রাম শুধু দলের নয়, জনগণের।
সমাবেশের সভাপতিত্ব করেন মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপির শক্তি জনতার শক্তি। তরুণদের অংশগ্রহণ ও স্নিগ্ধের নেতৃত্ব দলকে নতুন গতি দেবে। শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যান্য বক্তারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, স্বচ্ছ নির্বাচন আয়োজন ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলসহ কর্মসূচি সমাপ্ত করেন।