আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একজন রাজনৈতিক সহকর্মীর এত দীর্ঘ সময় পর সরাসরি রাজনৈতিক মাঠে ফেরাটা স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা।
তিনি বলেন, বর্তমান দেশের রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য গঠনে তারেক রহমান কী ভূমিকা পালন করেন, তার রাজনৈতিক ভাবনা ও পরিকল্পনা কী এবং সেগুলো বাস্তবায়নে তিনি কী ধরনের উদ্যোগ নেন, এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করবে জামায়াত। শুধু প্রত্যাবর্তন নয়, বরং বাস্তব ও কার্যকর রাজনৈতিক ভূমিকার মাধ্যমেই একজন নেতার অবস্থান নির্ধারিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের রাজনীতিতে সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা ও দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্য, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশার প্রশ্নে কে কী ভূমিকা রাখে, সেটিই ভবিষ্যতের রাজনীতির দিকনির্দেশনা ঠিক করবে।
এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তার মতে, জাতীয় রাজনীতিতে তারেক রহমানের অবস্থান ও গ্রহণযোগ্যতা নির্ভর করবে তার রাজনৈতিক কর্মসূচি, সিদ্ধান্ত ও বাস্তব কর্মকাণ্ডের ওপর।
জামায়াতের শীর্ষ নেতারা মনে করছেন, সামনের দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে এগোবে, তা অনেকটাই নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক ভূমিকা ও দায়িত্বশীল আচরণের ওপর।