
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার অবিরাম দমন নীতির কারণে অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়ার জীবন বর্তমানে চরম সংকটে রয়েছে। জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়নের কারণে তার স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।
গতকাল শুক্রবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ৬ ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরশাসনের অবসান ঘটে। ১৯৮২ সালের ২৪ মার্চ হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে অসাংবিধানিক শাসন আরোপ করেন।
তারেক রহমান লিখেছেন, যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি, তার সূচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু এরশাদের শাসনে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়ে।
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ ৯ বছর দেশনেত্রী খালেদা জিয়া নিরন্তর সংগ্রাম চালিয়ে যান। তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন এবং এক দুর্বার গণআন্দোলন গড়ে তোলেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার মিলিত শক্তির মাধ্যমে স্বৈরাচার পরাজিত হয়ে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়।
তারেক রহমান উল্লেখ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু। শেখ হাসিনার দুঃশাসনের সময়ে খালেদা জিয়ার ওপর নানামাত্রিক নির্যাতন আরোপ করা হয়। তিনি বলেন, অবিরাম নির্যাতনের কারণে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। পাশাপাশি দেশের জাতীয়তাবাদী শক্তি ও সাধারণ মানুষও সীমাহীন নিপীড়নের শিকার হয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পোস্টে স্মরণ করেছেন, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও শক্তিশালী রাখার জন্য দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।



























