আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতাকর্মীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। তারা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর উদ্দেশে যাত্রা করেছিলেন।
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি এলাকা থেকে ছেড়ে আসা বাসটি বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। তবে আহতদের চিকিৎসা চলমান রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।