
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকেলে চট্টগ্রামে চট্টগ্রাম–১০ আসনের ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু জানান, তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরাসরি মনোনয়ন দাখিল করবেন এবং রাজনৈতিক অঙ্গনে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেবেন।
তিনি বলেন, জাতির সামনে দেওয়া দায়িত্ব ও প্রত্যাশা বাস্তবায়নে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই তিনি নিজে মনোনয়নপত্র জমা দেবেন।
মতবিনিময় সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।



























