আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক তার কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, করিম মিয়ার জমির ভেতর দিয়ে বাঁশের খুঁটিতে বসানো বিদ্যুতের সার্ভিস তার একটি বাড়িতে সংযুক্ত ছিল। সজিব সকালবেলায় সেই তার কাটতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে এলাকাবাসী তার মরদেহ পানিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সরাইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।