আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নতুন বছরকে ভিন্নধর্মী ও ভাবগম্ভীর পরিবেশে বরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ ওসমান হাদী হলের শিক্ষার্থীরা। বছরের প্রথম প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় ও সেহরি গ্রহণের পর তারা শহিদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে ২০২৬ সালকে স্বাগত জানান।
বুধবার ভোরে হলের একদল শিক্ষার্থী সংগঠিতভাবে কবরস্থানে উপস্থিত হয়ে মহান আল্লাহর কাছে শহিদ ওসমান হাদিসহ সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তারা দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, নতুন বছরকে শুধুমাত্র আনন্দ-উৎসবে নয়, বরং আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও ইতিহাস স্মরণের মধ্য দিয়ে শুরু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, শহিদদের আদর্শ ধারণ করেই আগামীর পথচলা হওয়া উচিত।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চেতনা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।