
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়া উচিত।
বৃহস্পতিবার হবিগঞ্জের জনসভায় মঞ্চে মাগরিবের নামাজ আদায় করার পর বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই চারটি আসনের এমপি প্রার্থীদের ভোট দিয়ে জয় নিশ্চিত করতে জনগণকে উৎসাহিত করেন। তারেক রহমান আশ্বাস দেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এই চারজনের মাধ্যমে এলাকায় সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
তিনি সমালোচনা করে বলেন, একটি দল অতীতেও স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছে এবং বহু মানুষ হত্যা করেছে। বর্তমানে সেই দল আসন্ন নির্বাচনকে ব্যবহার করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করছে এবং বাড়ি বাড়ি গিয়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে। জনগণকে সেই প্রার্থীদের বয়কট করার আহ্বান জানান।
সাবেক এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. জীবন, কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফী।




























