আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের স্বর্ণবাজারে টানা তিন দফা সমন্বয়ের পর আবারও কমলো দামের বোঝা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর ঘোষণা করে জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লক্ষ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণদর (প্রতি ভরি — ১১.664 গ্রাম):
২২ ক্যারেটঃ ২,০৪,২৮৩ টাকা
২১ ক্যারেটঃ ১,৯৪,৯৯৯ টাকা
১৮ ক্যারেটঃ ১,৬৭,১৪৫ টাকা
সনাতন পদ্ধতিঃ ১,৩৮,৯৪২ টাকা
বাজুস জানায়, বিশ্ববাজারে পিওর গোল্ডের দামে পরিবর্তন এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার দর কমার কারণে এ সমন্বয় করা হয়েছে। স্বর্ণ কেনার সময় বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২৬ অক্টোবর ও ২৭ অক্টোবর দুইদিনে পরপর স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। মোট তিনবারে কমানো হলো স্বর্ণের দর।
কেবল স্বর্ণ নয়, রুপার দামেও এসেছে পরিবর্তন,
২২ ক্যারেট রুপার নতুন দাম ৪,২৪৬ টাকা প্রতি ভরি; অন্যান্য ক্যারেটে দামও কিছুটা কমেছে।
স্বর্ণব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ডলার বাজারের অস্থিরতা এবং গ্রাহক চাহিদার ওঠানামার কারণে বাজারে এই মূল্য পরিবর্তন অব্যাহত থাকতে পারে।