আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইসরাইলের তেলআবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। এ অভিযানে ‘প্যালেস্টাইন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
হামলার পর বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়। পাশাপাশি আশঙ্কা ও আতঙ্কে লাখো ইসরাইলি নাগরিক বিভিন্ন নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, “এই অভিযানের ফলে ইসরাইলি জনগণ ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।”
তিনি আরও জানান, এ হামলা ফিলিস্তিনি জনগণের সহায়তা ও গাজার উপর চলমান অবরোধ, গণহত্যা এবং অনাহারের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে চালানো হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের ওপর চালানো শত্রুতামূলক কর্মকাণ্ডেরও জবাব এটি।
তার ভাষায়, “গাজায় যা ঘটছে তা শুধু ফিলিস্তিনি জনগণের নয়, পুরো আরব ও মুসলিম উম্মাহর রক্ত ঝরানোর শামিল। অথচ ইসলামি বিশ্বের নীরবতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।”
জেনারেল সারি বলেন, গাজার ওপর অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: Mehr News