আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বাজান (BAZAN) তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৭ জুন ভোরের আগে।
হিব্রু ভাষার দৈনিক Israel Hayom জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি শোধনাগারের ভেতরের একটি কক্ষে আঘাত করলে তিনজন ধ্বংসস্তূপে আটকা পড়ে প্রাণ হারান। হামলায় স্থাপনার বিভিন্ন অংশে অগ্নিকাণ্ড ঘটে এবং ইসরাইলের জ্বালানি ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর বাজান কর্তৃপক্ষ সব স্থাপনা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। তারা জানায়, ক্ষতিগ্রস্ত রিফাইনারি পুনরায় উৎপাদনে ফিরতে কয়েক মাস সময় লাগবে। কোম্পানির হিসাব অনুযায়ী, এ হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা Mehr News Agency প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের টানা হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) “True Promise–3” অভিযানের অংশ হিসেবে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় দখলকৃত ভূখণ্ডজুড়ে ইসরাইল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় একাধিক বিমান হামলা চালায়। এরই ধারাবাহিকতায় ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। পাল্টা জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ এয়ারবেসেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানালে ২৪ জুন থেকে সংঘর্ষ থেমে যায়।
সূত্র: আল জাজিরা