আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিকেল টিমকে সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষজ্ঞ চিকিৎসক দলের আগমন চিকিৎসা সহায়তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশেষজ্ঞ প্রতিনিধি বাংলাদেশে আসবেন। তারা হলেন,সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সমঝোতা স্মারক থাকায় দ্রুতই বিদেশি চিকিৎসকদের সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন শিশু। আহত ১৬৫ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।